• banlag
  • newspaper-active
  • epaper

শনিবার, ০৪ জুলাই ২০২০, ২০ আষাঢ় ১৪২৭, ১২ জিলকদ ১৪৪১

ড. এম ইসমাইল হোসেন নর্থসাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য নিযুক্ত

| ঢাকা , বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০১৯

image

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অধ্যাপক ড. এম. ইসমাইল হোসেনকে গত ২৪ জুলাই নর্থসাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে।

অধ্যাপক ইসমাইল ২০১২ সালে নর্থসাউথ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। এর আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে ১৯৯৪-২০১২ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। এছাড়া ও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। অধ্যাপক ইসমাইলের একবর্ণিল ছাত্রজীবন ছিল। শিক্ষা জীবনের প্রতিটি স্তরে তিনি মেধার স্বাক্ষর রাখেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ (অনার্স) প্রথম শ্রেণীতে, দ্বিতীয় স্থান এবং এমএ প্রথম শ্রেণীতে প্রথমস্থান অর্জন করেন। তিনি একজন কানাডিয়ান কমনওয়েলথ স্কলার ছিলেন এবং ১৯৮৫ সালে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। অধ্যাপক ইসমাইল বাংলাদেশ অর্থনীতি সমিতি ও বাংলা একাডেমির আজীবন সদস্য। ড. ইসমাইল উল্লেখযোগ্য একাডেমিক জার্নালে বিভিন্ন অধ্যায় এবং অসংখ্য নিবন্ধের লেখক এবং সহ-লেখক। অধ্যাপক ইসমাইল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৪টি পিএইচডি থিসিস তদারকি করেছেন এবং ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিএইচডি পরীক্ষা কমিটির চেয়ারম্যান ও সদস্যের পদে কাজ করেছেন। নর্থসাউথ ইউনিভার্সিটি তার নতুন অবস্থানের জন্য তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানায়। সংবাদ বিজ্ঞপ্তি।