• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ১০ মাঘ ১৪২৭, ১০ জমাদিউস সানি ১৪৪২

খাবারের দাম বিশ্বব্যাপী বাড়ছে

সংবাদ :
  • সংবাদ ডেস্ক

| ঢাকা , শনিবার, ১৬ মার্চ ২০১৯

বছরের শুরুর দিক থেকে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম বাড়তে শুরু করে। ফেব্রুয়ারিতেও এ প্রবণতা অব্যাহত ছিল। এ সময় খাদ্যপণ্যের বৈশ্বিক গড় মূল্যসূচক আগের মাসের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ছয় মাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছে গেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ফুড প্রাইজ ইনডেক্সে (এফএফপিআই) এ তথ্য জানানো হয়েছে। গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বাজারে খাদ্যশস্য, ভোজ্যতেল, আমিষ ও দুগ্ধপণ্য, চিনিসহ সব ধরনের খাবারের দাম আগের তুলনায় চাঙ্গা হয়ে উঠেছে। এর প্রভাব পড়েছে খাদ্যপণ্যের বৈশ্বিক মূল্যসূচকে। এফএও।

এফএফপিআই অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে খাদ্যপণ্যের বৈশ্বিক গড় মূল্যসূচক দাঁড়িয়েছে ১৬৭ দশমিক ৫ পয়েন্টে, যা আগের মাসের তুলনায় ২ দশমিক ৭ পয়েন্ট বেশি। সেই হিসাবে এক মাসের ব্যবধানে খাদ্যপণ্যের বৈশ্বিক গড় মূল্যসূচক ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। ২০১৮ সালের আগস্টের পর এটিই খাদ্যপণ্যের সর্বোচ্চ গড় দাম। তবে আগের মাসের তুলনায় চাঙ্গা হলেও ২০১৮ সালের ফেব্রুয়ারির তুলনায় গত মাসে খাদ্যপণ্যের বৈশ্বিক গড় মূল্যসূচক ৪ শতাংশ পয়েন্ট কম ছিল। বিশ্বব্যাপী গত ফেব্রুয়ারিতে সব ধরনের খাবারের দাম আগের তুলনায় চাঙ্গা হয়ে উঠেছে। তবে এ সময় সবচেয়ে বেশি বেড়েছে দুগ্ধপণ্যের গড় দাম। চলতি বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বাজারে দুগ্ধপণ্যের গড় মূল্যসূচক দাঁড়িয়েছে ১৯২ দশমিক ৪ পয়েন্টে, যা আগের মাসের তুলনায় ১০ দশমিক ৩ পয়েন্ট বেশি।