• banlag
  • newspaper-active
  • epaper

সোমবার, ১৪ অক্টোবর ২০১৯, ২৯ আশ্বিন ১৪২৬, ১৪ সফর ১৪৪১

ওয়াকার ফুটওয়্যারে ১০% ছাড়

| ঢাকা , বুধবার, ২২ মে ২০১৯

ঈদ উপলক্ষে ওয়াকার ফুটওয়্যার এর সব পণ্যে দিচ্ছে ১০ শতাংশ ছাড়। ওয়াকার ফুটওয়্যারের শোরুমগুলোতে লেডিস, জেন্টস এবং কিডস এই তিন ক্যাটাগরিতে ছয়শো’র বেশি আকর্ষণীয় ডিজাইনের পণ্য প্রদর্শিত হচ্ছে। পণ্যগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ডিজাইনের ফরমাল সু, ক্যাজুয়াল সু, স্পোর্টস সু, কিডস সু, লেডিস সু ও সব বয়সীদের জন্য আকর্ষণীয় ডিজাইনের জুতা। পাশাপাশি রয়েছে ব্যাগ, মানিব্যাগ, বেল্টসহ নানা ধরনের ফ্যাশন এক্সেসরিজ। ওয়াকার ফুটওয়্যার এর প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান বলেন, এবারের ঈদে প্রায় ২০০ নতুন ডিজাইনের জুতা বাজারে এনেছি।