• banlag
  • newspaper-active
  • epaper

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০, ২৬ চৈত্র ১৪২৬, ১৪ শাবান ১৪৪১

উদ্যোক্তা সৃষ্টি ও পুঁজি সংগ্রহে সেমিনার সিএসইর

সংবাদ :
  • অর্থনৈতিক বার্তা পরিবেশক

| ঢাকা , শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯

একজন ছোট উদ্যোক্তা কিভাবে কম খরচে, সহজ নিয়মে চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) ‘এস এম ই’ প্লাটফরম থেকে পুঁজি বা মূলধন সংগ্রহ করবে এ বিষয়ে সেমিনার করেছে সিএসই। গত বৃহস্পতিবার সিএসইর চট্টগ্রাম অফিস-এর সম্মেলন কক্ষে ছোট উদ্যোক্তাদের জন্য ‘স্মল ক্যাপিটাল কোম্পানিজ প্লাটফর্ম” এর উপর এ সেমিনার আয়োজিত হয়।

সেমিনারে বলা হয়, একজন উদ্যোক্তাকে এই প্লাটফর্মের মাধমে পুঁজি সংগ্রহ করতে হলে প্রথমে তাকে তাঁর কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানি করতে হবে। কোম্পানির পরিশোধিত মূলধন-এর কোনো বাধ্যবাদকতা নেই। লিস্টিং হওয়ার পর কোম্পানির পরিশোধিত মূলধন ৫ কোটি থেকে সর্বোচ্চ ৩০ কোটি টাকা পর্যন্ত পুঁজি সংগ্রহ করতে পারবেন। এই কোম্পানির বিনিয়োগকারী হবে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, মার্চেন্ট ব্যাংক, পোর্টফোলিও মেনেজার, এসেস্ট ম্যানেজমেন্ট কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি ইত্যাদি। রেসিডেন্ট বা নন রেসিডেন্ট বাংলাদেশি যাদের সর্বনিম্ন নিটওয়ার্থ ১ কোটি টাকা তারাও কোম্পানির শেয়ার কিনতে পারবেন। এসএমই কোম্পানির সুনাম বৃদ্ধি পাবে। নানাবিধ আয়কর সুবিধা আছে।