• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০, ৩০ আষাঢ় ১৪২৭, ২২ জিলকদ ১৪৪১

আ. রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পুনর্নির্বাচিত

| ঢাকা , সোমবার, ১৩ মে ২০১৯

image

আ. রউফ চৌধুরী সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংক এশিয়ার প্রধান উদ্যোক্তা ও দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং শিল্পপতি।

তিনি র‌্যাংগস গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপ-এর চেয়ারম্যান। একই সঙ্গে তিনি দেশের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর অন্যতম পরিচালক।

তিনি দেশের পরিবহন, ওষুধ, অবকাঠামো, তথ্য প্রযুক্তি, ব্যাংকিং, গভীর সমুদ্রে মৎস্য আহরণসহ বিভিন্ন সেক্টরে সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যেগুলো দেশের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। এছাড়া তিনি চার বছর বাংলাদেশ বাস্কেট বল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। ২০ বছরেরও বেশি সময় ধরে তিনি ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবের নির্বাহী সদস্য। আ. রউফ চৌধুরী সক্রিয়ভাবে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সঙ্গে জড়িত। সংবাদ বিজ্ঞপ্তি।